নিউজ ডেস্ক
চট্টগ্রাম:টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়ি, লুঙ্গি, ঈদের সেমাই, চিনি, নারকেল, চাল, ডালসহ ৭ রকমের পণ্য দুই দিনে ৩ হাজার দরিদ্র পরিবারকে ঈদ উপহার হিসেবে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনসট্রাকশন বিগ্রেডের উদ্যোগে শুক্রবার (২২ মে) নগরের বায়েজিদ সবুজ উদ্যানে ও শনিবার (২৩ মে) আগ্রাবাদ স্কুল মাঠে ১ হাজার ৫০০ করে মোট ৩ হাজার পরিবারকে এসব উপহার দেওয়া হয়।
সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী বলেন, ২২ ও ২৩ মে ঈদ উপহার হিসেবে টাঙ্গাইলের লুঙ্গি, শাড়ি ও ঈদের নিত্যপণ্য সেমাই, চিনি, চাল, ডালসহ ৭ রকমের পণ্য ৩ হাজার পরিবারকে উপহার হিসেবে দেওয়া হয়েছে।
এর আগে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন দিনমজুর, দরিদ্র মানুষদের তালিকা তৈরি করে সেনাবাহিনী ফ্রি সবজিসহ নিত্যপণ্য দেওয়ার কার্যক্রম শুরু করে গত ১৩ মে।
ওইদিন নগরের ওয়াসা মোডের জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে তালিকাভুক্ত এক হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয় সেনাবাহিনী।
১৬ মে আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয় মাঠে ১ হাজার ১০০ পরিবার ও ১৯ মে এম এ আজিজ স্টেডিয়ামে ২ হাজার দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দেয় সেনাবাহিনী।
কুমিল্লা:কুমিল্লার নিমসার জোনাব আলী কলেজে সেনাবাহিনীর পক্ষ থেকে অসহায় মানুষের জন্য বিনামূল্যে ঈদ বাজারের আয়োজন করা হয়েছে।
৩৩ পদাতিক ডিভিশনের পরিচালনায় ও এডহক ১৬ প্যারা পদাতিক ব্যাটালিয়নের উদ্যোগে এই আয়োজন করা হয়। রোববার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত এই বাজার খোলা ছিল।
এডহক ১৬ প্যারা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রেজাউল করিম বলেন, ঈরে আনন্দ অসহায় ও দুখী মানুষের সঙ্গে ভাগাভাগি করতে সেনাবাহিনী বিনামূল্যের এই বাজারের আয়োজন করে। ৫০০ অহসায় পরিবারের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, প্রান্তিক কৃষকদের কাছ থেকে কাঁচাবাজার সামগ্রী সংগ্রহ করা হয়েছিল। এতে কৃষক ও অসহায় পরিবার-উভয় উপকৃত হয়।
এই বাজারের আয়োজনে ১৬ প্যারা পদাতিক ব্যাটালিয়নের অধিনায়ক ছাড়াও মেজর মোয়াজ্জেম, ক্যাপ্টেন মুহতাসিম ও ক্যাপ্টেন আসিফ জোবায়েরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
Discussion about this post