নিউজ ডেস্ক
কভিড-১৯ এ আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী দ্বিতীয়বারের মতো প্লাজমা থেরাপি নিয়েছেন। প্লাজমা নিয়ে আগের চেয়ে সুস্থ বোধ করছেন বলে তিনি জানান।
আজ (২৯মে)শুক্রবার প্লাজমা থেরাপি নেওয়ার পর তিনি বলেন, এখন অনেক ভালো লাগছে। আজ একটা এক্স-রে করিয়েছি। শ্বাস নিতে কোনো কষ্ট হচ্ছে না তবে আরো ১০ দিন আইসোলেশনে থাকতে হবে।
এ সময় গণস্বাস্থ্য কেন্দ্র শিগগিরই একটা প্লাজমা সেন্টার গড়ে তুলে মানুষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে চায় বলে জানান গণস্বাস্থ্যের এই প্রতিষ্ঠাতা।
উল্লেখ্য, গত সোমবার(২৫মে) রাতে ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানান। রবিবার গণস্বাস্থ্যের ল্যাবে পরীক্ষায় তার কভিড-১৯ পজিটিভ আসে।
Discussion about this post