নিজস্ব প্রতিবেদক
ডিজিটাল পদ্ধতিতে পাঠদানকে আরও কার্যকর করতে প্রাথমিকের সব শিক্ষার্থীর তথ্য চেয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একই সাথে শিক্ষক ও অভিভাবকদের তথ্যও চাওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে। বুধবার (৩ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত চিঠি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়।
চিঠিতে আরও বলা হয়, জেলা শিক্ষা কর্মকর্তা সংশ্লিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং প্রধান শিক্ষকদের মাধ্যমে মায়েদের মোবাইল নাম্বারে যোগাযোগ করে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করবেন।
শিক্ষার্থীদের জেলা ভিত্তিক তথ্য আগামী ২০ জুনের মধ্যে ই-মেইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে চিঠিতে।
Discussion about this post