নিজস্ব প্রতিবেদক
করোনার চিকিৎসায় বেসরকারি মা ও শিশু হাসপাতালে ১০টি আইসিইউসহ আইসোলেশন ওয়ার্ড চালু হচ্ছে শনিবার থেকে।
শুক্রবার (০৫ জুন) সকালে হাসপাতালের পরিচালক ডা. নুরুল হক জানান, শনিবার আইসোলেশন ওয়ার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। হাসপাতালে আইসিইউ সুবিধাসহ মোট ২০ শয্যা প্রস্তুত করা হয়েছে। শিগগির মা ও শিশু হাসপাতালে নমুনা পরীক্ষা শুরু করা হবে বলেও জানান তিনি।
এর আগে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নবনির্মিত ভবনে ১০টি ভেন্টিলেটর সুবিধাসহ করোনা আক্রান্তদের চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
Discussion about this post