এবারের বাজেটে প্রাথমিকে ২৪ হাজার ৯৮৩ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।এবারের বাজেটে মাধ্যমিকে ৩৩ হাজার ১১৭ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এবারের বাজেটে কারিগরিতে ৮ হাজার ৩৪০ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
বিকাল তিনটায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হওয়ার পর অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামাল বাজেট বক্তব্য শুরু করেন। এ সময় স্পিকার অর্থমন্ত্রীকে বাজেট পেশ করতে পারবেন বলে অনুমতি দেন। এ বাজেট বক্তব্যের মধ্য দিয়ে আসন্ন ২০২০-২১ অর্থবছরের বাজেট পেশ সম্পন্ন হবে।
বাজেট বক্তব্যের কিছু অংশ তিনি পঠিত বলে গণ্য করার অনুরোধ করেন অর্থমন্ত্রী। এছাড়া তিনি স্পিকারের অনুমতি নিয়ে বাজেট বক্তব্যের বিভিন্ন অংশ ডিজিটাল পদ্ধতিতে উপস্থাপন করছেন।
Discussion about this post