নিউজ ডেস্ক
করোনা পরিস্থিতিতে প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে গতবারের তুলনায় বরাদ্দ বেড়েছে ১৫ হাজার ২৯৫ কোটি টাকা। এবার এ খাতে মোট বরাদ্দ দেয়া হয়েছে ৪১ হাজার ২৭ কোটি টাকা। যা ২০১৯-২০ সালের বাজেটে ছিল ২৫ হাজার ৭৩২ কোটি টাকা।
বৃহস্পতিবার(১১জুন) বিকেল ৩টার পর বাজেট ঘোষণা শুরু হয়। এটি দেশের ৪৯তম এবং অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের দ্বিতীয় বাজেট উপস্থাপন।
এবারের বাজেটে বরাদ্দ ৪১ হাজার ২৭ কোটি টাকার মধ্যে পরিচালন খাতে বরাদ্দ রাখা হয়েছে ১২ হাজার ৮৩০ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ১০ হাজার ৫৪ কোটি টাকা।
বাজেটে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে বরাদ্দ রাখা হয়েছে ৬ হাজার ৩৬৩ কোটি টাকা, যা গত বছরের বাজেটের তুলনায় ১ হাজার ২৮২ কোটি টাকা বেশি।
সব মিলিয়ে ২০২০-২১ অর্থবছরের বাজেটে স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে খাতে বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে ২৯ হাজার ২৪৭ কোটি টাকা।
আগামী অর্থবছর করোনার যে কোনো পরিস্থিতি মোকাবিলায় ১০ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। স্বাস্থ্যসেবা খাতের উপকরণ হ্যান্ডগ্লাভস, মাস্ক, পিপিই, ওষুধ এবং আইসিইউর যন্ত্রপাতির দাম কমছে এবারের বাজেটে।
Discussion about this post