নিজস্ব প্রতিবেদক
করোনা রোগীদের চিকিৎসায় চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে নগদ অর্থ সহায়তা এবং পিপিই উপহার দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এবং বলুয়ার দিঘীর অভয় মিত্র মহাশ্মশানে মৃতদেহ সৎকার কাজে নিয়োজিত ব্যক্তিদেরও পিপিই উপহার দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১১ জুন) করোনা রোগীদের চিকিৎসায় চট্টগ্রাম ফিল্ড হাসপাতালকে ১ লাখ টাকা ও এক বক্স পিপিই, জেনারেল হাসপাতালে এক বক্স পিপিই এবং বলুয়ারদিঘীর অভয় মিত্র মহাশ্মশানে এক বক্স পিপিই উপহার দেন নওফেল।
নওফেল বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার করোনা মহামারীর কারণে সৃষ্ট সংকটে প্রথম থেকে সাধারণ জনগণের পাশে আছেন।বঙ্গবন্ধু কন্যা এই সংকট নিরসনে রাত-দিন নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। করোনার সংকট নিরসনে অগ্রণী ভূমিকা পালন করে আলো ছড়াচ্ছেন তিনি।
এই সময় নওফেল চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ও জেনারেল হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্য সেবা প্রদানকারী ব্যক্তি এবং করোনা আক্রান্তদের খোঁজ খবর নেন৷
উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ও কাউন্সিলর জহর লাল হাজারী।
Discussion about this post