নিউজ ডেস্ক
করোনার চিকিৎসায় চট্টগ্রামের পতেঙ্গায় চালু হল‘বন্দর ইপিজেড পতেঙ্গা করোনা হাসপাতাল’।
আজ (১৩ জুন) সকালে প্রাথমিকভাবে হাসপাতালের বর্হিবিভাগ উদ্বোধন করা হয় বলে জানিয়েছেন হাসপাতালের প্রধান উদ্যোক্তা ডা. হোসেন আহম্মদ।
নগরের কাটগড় মোড়ে পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ে অস্থায়ীভাবে গড়ে তোলা ৫০ শয্যার এ হাসপাতাল স্থাপনে আর্থিক সহায়তা দিয়েছেন স্থানীয়রা।
হাসপাতালটি চালু হলে এই অঞ্চলের প্রায় সাত লাখ মানুষের করোনার চিকিৎসা মিলবে মনে করছেন এই এলাকার জনসাধারণ।
হাসপাতালের প্রধান উদ্যোক্তা ডা. হোসেন আহম্মদ বলেন, হাসপাতালের অনুমোদনের ব্যাপারে সিটি করপোরেশন, স্বাস্থ্য পরিচালক এবং সিভিল সার্জন বরাবর লিখিত আবেদন করেছি। তারা আমাদের এই কাজে সম্মতি জানিয়েছেন।
তিনি বলেন, আজ (শনিবার) থেকে আনুষ্ঠানিক ভাবে বর্হিবিভাগ চালু করা হবে। অফিসিয়ালি কিছু প্রক্রিয়া বাকি রয়েছে যা শেষ করে আশা করছি রবি অথবা সোমবার থেকে রোগী ভর্তি করানো যাবে।
তিনি আরও বলেন, হাসপাতালে ৬ জন চিকিৎসক দায়িত্ব পালন করবেন। আরও কয়েকজন চিকিৎসক আনার চেষ্টা চলছে। এ ছাড়া নার্স এবং স্বেচ্ছাসেবক হিসেবে বেশ কয়েকজনকে নিয়োগ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের অধীন উত্তর ও দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে প্রায় ৭ লাখ মানুষের বসবাস। অথচ এত বড় জনগোষ্ঠীর চিকিৎসায় নেই কোনো হাসপাতাল।
ফলে প্রায় ২০ কিলোমিটার দূরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে চিকিৎসা সেবা নিতে হয় এ এলাকার জনগণকে।
Discussion about this post