নিউজ ডেস্ক
চট্টগ্রাম নগরীর করোনা আক্রান্তদের সেবা দিতে খুলশীর হলি ক্রিসেন্ট হাসপাতালে নিরবিচ্ছিন্ন অক্সিজেনের ব্যবস্থা করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তার অনুরোধের হাসপাতালে নিরবিচ্ছন্ন অক্সিজেন সরবরাহের ব্যাপারে সম্মত হয়েছে বেসরকারি প্রতিষ্ঠান গোল্ডেন অক্সিজেন লিমিটেড। আর চট্টগ্রাম জেনারেল হাসপাতালের অস্থায়ী কর্মচারীদের প্রণোদনা দিতে নগদ ৩ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী।
শনিবার (১৩ জুন) হলি ক্রিসেন্ট হসপাতাল পরিদর্শনে আসেন তিনি। এসময় চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বীকে জেনারেল হাসপাতালের ৩৬ জন চতুর্থ শ্রেণির অস্থায়ী কর্মচারীদের প্রণোদনা হিসেবে প্রদানের জন্য মরহুম এ বি এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ ৩ লাখ টাকা অনুদান দেন।
এসময় হলি ক্রিসেন্ট হাসপাতালের অক্সিজেন সংকট এর কথা শুনে তাৎক্ষণিক শিক্ষা উপমন্ত্রী গোল্ডেন অক্সিজেন লিমিটেডের স্বত্বাধিকারী সাবেক চসিক মেয়র এম মঞ্জুরুল আলম সাহেবকে হলি ক্রিসেন্ট হাসপাতালে নিরবচ্ছিন্ন অক্সিজেন সেবা নিশ্চিত করার অনুরোধ জানান। শিক্ষা উপমন্ত্রীর অনুরোধে গোল্ডেন অক্সিজেন লিমিটেড হাসপাতালটিতে নিরবচ্ছিন্ন অক্সিজেন সেবা দেবে বলে সম্মতি দিয়েছে।
Discussion about this post