আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রে দরিদ্র মানুষের মধ্যে বিনামূল্যে করোনাভাইরাসের টিকা সরবরাহ করা হবে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে এক ব্রিফিংয়ে ট্রাম্প প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি।
ওই কর্মকর্তা জানান, অরক্ষিত জনগোষ্ঠী, টিকা নেওয়ার আগ্রহ থাকলেও আর্থিক সংগতি নেই এমন যে কোনও নাগরিককে বিনামূল্যে এটি সরবরাহ করা হবে।
তিনি বলেন, ফেডারেল সরকারের কাজ হচ্ছে দুর্বল ও সামর্থ্যহীনদের টিকা প্রাপ্তি নিশ্চিত করা।
যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই সরকারের কাছে এমন দাবি জানিয়ে আসছিলেন। তাদের দাবি ছিল, শুধু ধনীদের জন্য কুক্ষিগত না করে সবার জন্য যেন করোনা টিকা প্রাপ্তি নিশ্চিত করা হয়।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটার-এর হিসাব অনুযায়ী দুনিয়াজুড়ে এখন পর্যন্ত ৮২ লাখ ৬৪ হাজার ৩৯৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে চার লাখ ৪৬ হাজার ১৩৫ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২২ লাখ আট হাজার ৪০০। এর মধ্যে এক লাখ ১৯ হাজার ১৩২ জনের মৃত্যু হয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
Discussion about this post