নিউজ ডেস্ক
কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতিতে ভার্চুয়াল সভায় যোগদান এবং অনলাইনে নির্দেশনা দিতে কর্মকর্তাদের জুম অ্যাপ ডাউনলোড করে প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্ত্রণালয় ছাড়াও এর অধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের এই নির্দেশনা দিয়ে বুধবার চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সেখানে বলা হয়েছে, “করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে কর্মকর্তাদের সাথে জুম অ্যাপের মাধ্যমে সচিব মহোদয় ভার্চুয়াল সভাসহ অন্যান্য বিষয়ে দিক নির্দেশনা দেবেন।”
এজন্য মন্ত্রণালয় ও এর অধীন কর্মকর্তাদের জরুরি ভিত্তিতে তাদের স্মার্টফোন, ট্যাব বা ল্যাপটপে জুম অ্যাপ ডাউনলোড করতে বলা হয়েছে।
যাদের ইলেক্ট্রনিক ডিভাইসে এই অ্যাপটি ডাউনলোড করা আছে তাদের তা আপডেট করে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
টানা ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে ৩১ মে থেকে সীমিত পরিসরে চলছে অফিস চলছে। আগামী ৩০ জুন পর্যন্ত এভাবে অফিস চলবে। এই সময় কর্মকর্তাদের কর্মস্থল ত্যাগ না করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময়ে একসঙ্গে ২৫ শতাংশের বেশি কর্মকর্তাকে অফিস না করার নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এছাড়া জরুরি ও অত্যাবশ্যকীয় ক্ষেত্র ছাড়া সব সভা ভার্চুয়ালি আয়োজন করতেও নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
Discussion about this post