নিউজ ডেস্ক
সংবাদকর্মী, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও যারা সামনে থেকে করোনা ভাইরাস মোকাবিলায় কাজ করছেন তাদের করোনা চিকিৎসার খরচের উপর ২০ শতাংশ ছাড়ে চিকিৎসাসেবা দেবে রাজধানী গুলশানের জয়নুল হক সিকদার উইমেন্স মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল।
শনিবার (২০ জুন) বিকেল সাড়ে তিনটায় অনলাইনে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ এ কোভিড-১৯ হাসপাতাল উদ্বোধন করেন।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ অনলাইনে যুক্ত ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, ৫০ শয্যা বিশিষ্ট জয়নুল হক সিকদার উইমেন্স মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে রয়েছে দেশি-বিদেশি অভিজ্ঞ চিকিৎসক, নার্স ও অত্যাধুনিক যন্ত্রপাতি। করোনার নমুনা সংগ্রহের জন্য আলাদা ইউনিট, আইসোলেশন ইউনিট। এ ছাড়া রয়েছে ২১টি নতুন সিসিইউ এবং আইসিইউ শয্যা, পিসিআর ল্যাব, ভেন্টিলেটর, নেবুলাইজার মেশিন, কার্ডিয়াক মনিটর, বহনযোগ্য ডিজিটাল এক্সরে মেশিন, সিটি স্ক্যান মেশিন, ইসিজি, ইকো, এমআরআই এবং অত্যাধুনিক সুবিধা সম্বলিত কেবিন এবং ওয়ার্ড।
Discussion about this post