নিউজ ডেস্ক
চট্টগ্রামে শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতেও শুরু হয়েছে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা। মঙ্গলবার (২৩ জুন) নগরীর জিইসি কনভেনশন সেন্টারে স্থাপিত স্যাম্পল কালেকশন এর মধ্য দিয়ে শুরু হয় চট্টগ্রামে করোনা টেস্টের দ্বিতীয় বেসরকারী ল্যাবের যাত্রা।
আগামীকাল থেকে প্রথম টেস্ট রিপোর্ট প্রদান শুরু হবে। নমুনা নেওয়ার পর ২৪ ঘন্টার মধ্যে রিপোর্ট প্রদান করবে শেভরণ কর্তৃপক্ষ বলছে, তাঁরা দিনের নমুনার রিপোর্ট দিনেই সরবরাহ করবেন। এ ক্ষেত্রে সর্বোচ্চ ৪৮ সময় লাগতে পারে।
শেভরণের ব্রেন্ডিং ম্যানেজার শাফায়াত দ্রুব বলেন, ‘টেস্টের জন্য স্থাপন করা হয়েছে সর্বাধুনিক আরটি পিসিআর মেশিন।এছাড়া করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার জন্য নগরের হালিশহরে বায়োসেফটি ল্যাব তৈরী করেছে শেভরণ। এছাড়া নমুনা সংগ্রহের জন্য নগরের জিইসি কনভেনশন সেন্টারকে তৈরী করা হয়েছে। আগ্রহীরা ফেসবুক ও ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে রেজিষ্ট্রেশন করতে পারেন। অথবা জিইজি কনভেনশন সেন্টারে এসে রেজিষ্ট্রেশন করে নমুনা দিতে পারেন।’
শাফায়াত দ্রুব বলেন, ‘করোনার নমুনা পরীক্ষার জন্য সরকার সাড়ে তিন হাজার টাকা ফি নির্ধারণ করে দিয়েছেন। আমরা সেই ফিতেই এ পরীক্ষা করাচ্ছি। প্রাথমিকভাবে আমাদের টার্গেট প্রতিদিন অন্তত ১০০ নমুনা পরীক্ষার। এ লক্ষ্যে আমরা একটি পিসিআর মেশিন ইনস্টল করেছি। আগামীতে পরীক্ষার পরিমাণ ৪০০ পর্যন্ত বাড়তে পারে।’
শেভরণের জেনারেল ম্যানেজার পুলক পারিয়াল জানান, শেভরণে কোভিড টেস্ট করার জন্য আগ্রহীরা ঘরে বসেই সিরিয়াল নিতে পারবে। এ জন্য শেভরণের ফেসবুক পেইজ (www.facebook.com/ChevronLab) এবং ওয়েবসাইট (www.chevronlab.com) এ থাকা অ্যাপয়েন্টমেন্ট ফরম পূরণ করতে হবে। পেমেন্ট করা যাবে অনলাইনে এবং বিকাশ এর মাধ্যমে।
সরকারিভাবে বিনামূল্যে চট্টগ্রামে চারটি ল্যাবে বর্তমানে করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা চলছে। এগুলো হচ্ছে- বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), চট্টগ্রাম মেডিকেল কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
চট্টগ্রামের চারটি ল্যাবে চট্টগ্রাম মহানগরী এবং জেলা ছাড়াও বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা নমুনাও পরীক্ষা করা হচ্ছে। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শুধুমাত্র চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষা চলছে।
এছাড়া বেসরকারী পর্যায়ে ইম্পেরিয়াল হাসপাতালে ১০ জুন থেকে শুরু হয়েছে করোনা পরীক্ষা। বেসরকারীখাতে দ্বিতীয় ল্যাবে করোনা পরীক্ষা শুরু হওয়ায় চট্টগ্রামে মানুষের ভোগান্তি কমবে বলে মনে করছেন সংশ্লিস্টরা।
Discussion about this post