নিউজ ডেস্ক
ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডাইরিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ (আইসিডিডিআর’বি)-তে করোনা পরীক্ষার অনুমতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সাড়ে তিন হাজার টাকা খরচে অনলাইনে নিবন্ধন করে করোনার উপসর্গ থাকা মানুষ এখানে পরীক্ষা করতে পারবেন।
চিকিৎসকের নির্দেশনা থাকলে অথবা আইসিডিডিআর’বি-তে করোনা পরীক্ষা করাতে চাইলে আগ্রহীরা অনলাইনে নিবন্ধন করতে পারবেন।
আইসিডিডিআরবির ওয়েবসাইটে অনলাইন আবেদনের লিঙ্ক দেওয়া আছে। তা যথাযথভাবে পূরণ করার পর পরীক্ষার ফি পাঠালে পরেই নাম নিবন্ধন করা যাবে।
জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনে প্রতিষ্ঠানটি সাড়ে তিন হাজার টাকার বিনিময়ে সন্দেহভাজন করোনা রোগীদের গলা ও নাকের গভীর থেকে নমুনা সংগ্রহ ও আরটি-পিসিআর ল্যাবে করোনা শানাক্তকরণ পরীক্ষা করবে।
যদিও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বিনামূল্যে এই পরীক্ষা করার সুযোগ রয়েছে।
প্রতিদিন সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নমুনা সংগ্রহ করে পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার রিপোর্ট দেওয়া হবে। চিকিৎসকের নির্দেশনা থাকলে অথবা আইসিডিডিআর’বিতে করোনা পরীক্ষা করাতে চাইলে আগ্রহীরা অনলাইনে নিবন্ধন করতে পারবেন।
নিবন্ধন ফর্ম পূরণের মাধ্যমে নির্দিষ্ট ফি প্রদান করে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করতে বলা হয়েছে। নিবন্ধন ফি-র টাকা ক্রেডিট কার্ড, ডেবিড কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দেওয়া যাবে।
প্রাথমিক অবস্থায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) করোনা পরীক্ষা করলেও সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বর্তমানে ৬৫টি ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল ও প্রতিষ্ঠান তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ফি নিয়ে পরীক্ষা করছে।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। এরপর থেকে তা ক্রমেই বেড়ে চলছে। এখন পর্যন্ত দেশে ১ লাখ ১৯ হাজার ১৯৮ জন রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে মারা গেছেন ১ হাজার ৫৪৫ জন। তবে সুস্থ হয়েছেন ৪৭ হাজারেরও অধিক মানুষ।
Discussion about this post