অনলাইন ডেস্ক
করোনায় মৃত ও আক্রান্তের দিক থেকে যেমন সবার ওপরে যুক্তরাষ্ট্র, তেমনি সেরে ওঠার ক্ষেত্রেও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত দেশটির ১০ লাখ ৪০ হাজার ৬০৫ জন সুস্থ হয়ে উঠেছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার বৃহত্তম এ দেশটিতে ৬ লাখ ৪৯ হাজার ৯০৮ জন ও রাশিয়ায় ৩ লাখ ৬৮ হাজার ৮২২ জন সেরে উঠেছেন। প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর আজ বৃহস্পতিবার পূবাহ্ন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৫১ লাখ ৮০ হাজার ২৮৭ জন মানুষ। প্রায় ৪ লাখ ৮৫ হাজার মানুষের মৃত্যুর বিপরীতে সারা পৃথিবীতে বিপুলসংখ্যক মানুষ সেরেও উঠেছেন। পরিসংখ্যানভিত্তিক অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।
এছাড়া ভারতে ২ লাখ ৭১ হাজার ৬৮৮ জন, চিলিতে ২ লাখ ১৫ হাজার ৯৩ জন, ইতালিতে ১ লাখ ৮৬ হাজার ১১১ জন, জার্মানিতে ১ লাখ ৭৬ হাজার ৩০০ জন, ইরানে ১ লাখ ৭২ হাজার ৯৬ জন, তুরস্কে ১ লাখ ৬৪ হাজার ২৩৪ জন, মেক্সিকোতে ১ লাখ ৪৯ হাজার ৩১৮ জন, পেরুতে ১ লাখ ৫১ হাজার ৫৮৯ জন, সৌদি আরবে ১ লাখ ১২ হাজার ৭৯৭ জন করোনারোগী সুস্থ হয়েছেন।
অপরদিকে ফ্রান্সে ৭৫ হাজার ১২৭ জন, চীনে ৭৮ হাজার ৪৪৩ জন, কাতারে ৭৩ হাজার ৮৩ জন, কানাডায় ৬৫ হাজার ৯১ জন, দক্ষিণ আফ্রিকায় ৫৬ হাজার ৮৭৪ জন, বাংলাদেশে ৪৯ হাজার ৬৬৬ জন এখন পর্যন্ত সেরে উঠেছেন। তবে মৃতের ও আক্রান্তের হিসেবে ওপরের দিকে থাকা যুক্তরাজ্য ও স্পেন সরকারিভাবে এ সংক্রান্ত কোনো তথ্য দিচ্ছে না।
এখন পর্যন্ত সারা পৃথিবীতে ৯৫ লাখ ২৭ হাজার ৯৯ জনের শরীরে করোনভাইরাস শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ৪ লাখ ৮৪ হাজার ৯৫৬ জন ইতোমধ্যে মারা গেছেন। সুস্থ হয়ে উঠেছেন মোট ৫১ লাখ ৭৫ হাজার ২৪০ জন। বর্তমানে যে ৩৮ লাখ ৬৬ হাজার ৯০৩ জন চিকিৎসাধীন আছেন, তাদের মধ্যে গুরুতর অবস্থায় আছেন ৫৮ হাজার ৪১৭ জন।
Discussion about this post