নিউজ ডেস্ক
চট্টগ্রামের আই ইনফার্মারির সাবেক চিকিৎসক ডা. শহিদুল আনোয়ার নামে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হলেও ফুসফুস এবং হার্টের জটিলতায় ভুগছিলেন।
জানা গেছে, প্রায় ১ মাস আগে তিনি করোনায় আক্রান্ত হন। তাকে প্লাজমা থেরাপিও দেয়া হয়েছিল। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৪জুন)দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে মারা যান এই চক্ষু বিশেষজ্ঞ । হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির তার মুত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বেশ কয়েকদিন আগে তিনি করোনায় আক্রান্ত হয়ে চমেক হাসপাতালে ভর্তি হন। করোনা থেকে সুস্থ হলেও তার ফুসফুসের বেশ ক্ষতি হয়।
‘ডা. শহিদুল আনোয়ার আগে থেকে হার্টের সমস্যায় ভুগছিলেন। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়। সেখানেই তিনি মারা যান।’
চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৫তম ব্যাচের এই শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে এফডিএসআর।
Discussion about this post