নিউজ ডেস্ক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী চলছে। কিন্তু এর মধ্যেই বিশ্বজুড়ে হানা দিলো করোনাভাইরাস। যার প্রাদুর্ভাবে বাংলাদেশও পড়েছে সংকটে। বেকারের সংখ্যা বাড়ছে, কর্মসংস্থানের সুযোগও কমছে। তবে মুজিব বর্ষে করোনাকাল ও পরবর্তী বাংলাদেশে বেকারত্ব ঘোচাতে ‘বঙ্গবন্ধু যুব ঋণ প্রকল্প’ নামে একটি প্রকল্প নিয়ে এগিয়ে এসেছে সরকার। এই প্রকল্পের অধীনে ২০ হাজার থেকে পাঁচ লাখ পর্যন্ত বিনা জামানতে ঋণ সুবিধা দেওয়া হবে।
গত মঙ্গলবার (৩০ জুন) আওয়ামী লীগের বিশেষ ওয়েবিনার (ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেমিনার) ‘বিয়ন্ড দ্য প্যানডেমিকের’ অষ্টম পর্বের অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘কেউ যাতে বেকার না থাকে সে জন্য কর্মসংস্থান ব্যাংকের সঙ্গে চুক্তি করে বঙ্গবন্ধু যুব ঋণ নামে একটি প্রকল্প চালুর ব্যবস্থা করেছি, যেখানে সর্বনিম্ন ২০ হাজার থেকে সর্বাধিক পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনা জামানতে ঋণ সুবিধা দেওয়া হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সারাদেশে বেকার হয়ে পড়া জনগোষ্ঠীকে দক্ষ হিসেবে গড়ে তুলতে চাই।
আর সে হিসেবে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করবো। আমাদের টার্গেট রয়েছে আগামী তিন বছরের মধ্যে ১২ লাখ দক্ষ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা।’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, হঠাৎ বেকার হয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে যারা গ্রামে যারা গ্রামে চলে গেছেন বা যাবেন ভাবছেন, যুব উন্নয়ণ অধিদপ্তরের বিভিন্ন ট্রেডে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। ঋণ পাওয়ার ক্ষেত্রে এরাই অগ্রাধিকার পাবেন এবং আগের চেয়ে অর্ধেক হবে এই ঋণের সুদের হার।
আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজে প্রচারিত এ লাইভ অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘আমাদের ভবিষ্যৎ স্বপ্ন অর্জনে তরুণরাই হচ্ছে মূল যোদ্ধা।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদের সঞ্চালনায় ওই ওয়েবিনারে আলোচক হিসেবে ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।
Discussion about this post