নিউজ ডেস্ক
রংপুরের জনপ্রিয় হাড়িভাঙা আম পরিবহনে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অর্ধেক খরচে ডাক বিভাগ ও বিআরটিসি গাড়ির মাধ্যমে সারা দেশে এই আম পরিবহন করা হবে। হাড়িভাঙার উৎপত্তিস্থল জেলার মিঠাপুকুর থেকে চারটি পরিবহনে করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আমের বিপণন শুরু করেছে জেলা প্রশাসন ও কৃষি বিপণন অধিদপ্তর। গতকাল বুধবার দুপুরে মিঠাপুকুরের ময়েনপুর কদমতলা জামিয়া স্কুল মাঠ প্রাঙ্গণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
এ সময় মন্ত্রী বলেন, হাড়িভাঙা আম রংপুর অঞ্চলের একটি ব্র্যান্ড। এই বিখ্যাত আমের সম্প্রসারণ, বাজারজাতকরণ এবং বিপণনে সরকার আন্তরিক। কৃষকের যাতে ক্ষতি না হয়, এ জন্য অর্ধেক খরচে পরিবহন সুবিধা দেওয়া হচ্ছে। এতে করে সারা দেশে হাড়িভাঙা আমের সরবরাহ বাড়বে।
তিনি জানান, বর্তমানে ডাক বিভাগ থেকে দুটি গাড়ি দেওয়া হয়েছে। এর পাশাপাশি বিআরটিসির দুটি পরিবহন থাকছে। কৃষকরা অন্যান্য পরিবহনের তুলনায় এখানে কম খরচে বেশি সুবিধা পাবেন।
মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব ভূঁইয়ার সভাপতিত্বে আম পরিবহন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান, রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সরওয়ারুল হক, কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক আনোয়ারুল হক। এ সময় কৃষি সম্প্রসারণ, কৃষি বিপণনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আমচাষিরা উপস্থিত ছিলেন।
চলতি বছর রংপুর জেলার এক হাজার ৭৫০ হেক্টর জমিতে হাড়িভাঙা আমের ফলন হয়েছে। গত ২০ জুন গাছ থেকে আম পাড়া শুরুর পর বাজারজাত হচ্ছে এই জেলার বিভিন্ন স্থানে। স্থানীয় চাহিদা পূরণ করে হাড়িভাঙা আম এখন দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে।
Discussion about this post