আন্তর্জাতিক ডেস্ক
প্রাণঘাতী করোনাভাইরাস দুই শতাধিক দেশে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। করোনার কারণে সারা বিশ্বেই ভয়াবহ সংকট তৈরি হয়েছে। বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ও মৃত্যু বাড়ছেই।
এই ভাইরাস থেকে মানুষকে বাঁচাতে এরই মধ্যে ভ্যাকসিন আবিষ্কারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। ভ্যাকসিন চলে এলেই করোনা নিয়ে ভয় হয়তো অনেকটাই কেটে যাবে।
করোনার প্রতিষেধক তৈরিতে যে কয়েকটি দেশ এগিয়ে আছে তাদের মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম। দেশটির ওষুধ কোম্পানি মডার্নার তৈরি ভ্যাকসিনটি প্রথম এবং দ্বিতীয় ধাপ পার করেছে। খুব দ্রুত তারা তৃতীয় বা শেষ ধাপের পরীক্ষা চালাতে যাচ্ছে।
করোনা নিয়ে বিশ্বব্যাপী নানা ধরনের খারাপ খবরের মধ্যে নতুন করে আশার আলো দেখালো মডার্না। তারা জানিয়েছে, আগামী ২৭ জুলাই থেকে ৩০ হাজার মানুষের দেহে এই ভ্যাকসিনের তৃতীয় ধাপের পরীক্ষা চালানো হবে। অপরদিকে আগামী অক্টোবরের মধ্যেই এই পরীক্ষার ফলাফল জানা যাবে।
এর আগে ভ্যাকসিনটির দ্বিতীয় ধাপের পরীক্ষায় যে ৬০০ জন সুস্থ স্বেচ্ছাসেবী অংশ নিয়েছেন তাদের মধ্যে অর্ধেকের বয়স ছিল ১৮ থেকে ৫৫ এর মধ্যে। আর বাকিদের বয়স ছিল ৫৫ বছরের বেশি।
এই ভ্যাকসিনটি দ্রুত গতিতে অনুমোদন দেওয়া হয়েছে। দ্রুতগতি বা ‘ফাস্টট্র্যাক’ অনুমোদনের অর্থ হলো, টিকার অনুমোদনের প্রক্রিয়া সাধারণ সময়ের চেয়ে দ্রুত গতিতে সম্পন্ন করা।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের সঙ্গে যৌথভাবে এই ভ্যাকসিনটি তৈরি করেছে মডার্না।
Discussion about this post