নিউজ ডেস্ক
আসন্ন ঈদুল আজহায় সারাদেশে গণপরিবহন চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে তিনি জানান, ভারী পরিবহন ঈদের তিন দিন আগে থেকে বন্ধ থাকবে। তবে জরুরি সেবাসহ কিছু পণ্যবাহী কয়েক ধরনের যান চলবে। এসব বিষয়ে বিআরটিএ বিজ্ঞপ্তি দিয়ে জানাবে বলেও জানান মন্ত্রী।
বুধবার (১৫ জুলাই) নৌপরিবহন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয়, লঞ্চ ও ফেরি চলাচল স্বাভাবিক থাকবে। এছাড়া রেল মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি সিদ্ধান্ত তারা অনুসরণ করবে। আর আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই সিদ্ধান্তের কথা জানান।
গত ১৩ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জননিরাপত্তা বিভাগ ও সড়ক পরিবহন মহাসড়ক বিভাগকে এক চিঠিতে বলে, কোভিড-১৯ প্রতিরোধে ঈদে জনগণের যাতায়াত সীমাবদ্ধ রাখা প্রয়োজন। এর আগে ১০ জুলাই জাতীয় কারিগরি পরামর্শক কমিটি ঈদের ছুটিতে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম থেকে যাতায়াত বন্ধ রাখার পরামর্শ দিয়েছিল।
অবশ্য গত ৩০ জুন মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে বলা হয়, ঈদুল আজহায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে গণপরিবহন ও যানচলাচল অব্যাহত থাকবে।
Discussion about this post