অনলাইন ডেস্ক
ভারত বায়োটেকের সম্ভাব্য করোনা প্রতিষেধক কোভ্যাক্সিনের মানবশরীরে পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দফায় ভারতজুড়ে ৩৭৫ স্বেচ্ছাসেবীর শরীরে এ ভ্যাকসিন প্রয়োগ করেছে সংস্থাটি। গত ১৫ জুলাই থেকে এ পরীক্ষা শুরু হয়েছে।
ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া বা ডিজিসিআই দুটি সংস্থাকে করোনার ভ্যাকসিন তৈরির অনুমতি দিয়েছে। তাদের মধ্যে একটি ভারত বায়োটেক। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ বা আইসিএমআরের সঙ্গে যৌথভাবে ভ্যাকসিন তৈরি করেছে তারা। অন্যটি তৈরি করছে বেসরকারি সংস্থা জাইডাসক্যাডিলা হেলথকেয়ার লিমিটেড। তারাও মানবশরীরে ভ্যাকসিনের পরীক্ষা শুরু করেছে। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
আইসিএমআর পরিচালক বলরাম ভার্গব জানিয়েছেন, ভারতের দুটি ভ্যাকসিনই ইঁদুর ও খরগোশের ওপর সফলভাবে পরীক্ষিত। এরপর ডিজিসিআইয়ের কাছে জমা দেওয়া হয় পরীক্ষার ফল। তারপর ছাড়পত্র পাওয়ায় এ মাসের প্রথম থেকে শুরু হয়েছে মানবশরীরে পরীক্ষা।
Discussion about this post