নিউজ ডেস্ক
গোপালগঞ্জে বেকারের সংখ্যা নির্ণয় ও বেকারত্ব নিরসনে ‘সিভি ব্যাংক’ গঠন করে একটি ব্যতিক্রমধর্মী পদক্ষেপ গ্রহণ করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক শাহিদা সুলতানার উদ্যোগে কার্যালয়ের মূল ফটকে স্থাপিত হয়েছে ‘সিভি ব্যাংক’টি। শনিবার সকালে ঢাকার বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান জেলা প্রশাসকের কার্যালয়ে ‘সিভি ব্যাংক’-এর উদ্বোধন করেন।
তথ্যমতে, জেলা প্রশাসনের মাধ্যমে এটুআই ও বিটাক এর সহযোগিতায় চাকরি প্রদানের জন্য জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন থেকে প্রচারণা চালানোর পর জেলার শিক্ষিত বেকার যুবক ও যুব-মহিলারা তাদের জীবন-বৃত্তান্ত জেলা প্রশাসনের সিভি ব্যাংকে জমা দিয়েছেন। প্রাপ্ত ১০ হাজার সিভি থেকে ৪ হাজার সিভি প্রাথমিকভাবে যাচাই বাছাই করে শিক্ষাগত যোগত্যা অনুসারে এক হাজার জনের সিভি অনলাইনে দেয়া হয়েছে।
এছাড়া এরই মধ্যে ২০ জন চাকরি প্রত্যাশীর চাকরিতে যোগদান প্রক্রিয়াধীন এবং কয়েকজনের ঈদের পরে যোগদান করার কথা রয়েছে বলে জানা গেছে।
ব্যতিক্রমধর্মী এ উদ্যোগ সম্পর্কে গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, জেলায় যেসব কর্মক্ষম শিক্ষিত বেকার যুবক ও যুব-মহিলা রয়েছে তাদের সংখ্যা নিরুপনের জন্য আমরা সিভি ব্যাংক প্রতিষ্ঠা করেছি। প্রথমে আমরা এসব সিভি সংগ্রহ করে শিক্ষিত বেকার যুবক ও যুব-মহিলাদের একটি তালিকা তৈরি করবো। এরপর পর্যায়ক্রমে শিক্ষাগত যোগ্যতা অনুসারে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষিত বেকার যুবক ও যুব-মহিলাদের চাকরির সুপারিশ করা হবে।
Discussion about this post