অনলাইন ডেস্ক
অক্সফোর্ডের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ফাইজার ও জার্মান প্রতিষ্ঠান বায়ো এন টেকের টিকাও নিরাপদ বলে জানানো হয়েছে। সোমবার ফাইজারের পক্ষ থেকে তাদের কোভিড-১৯ টিকার আরও তথ্য প্রকাশ করা হয়েছে। তাদের দাবি, টিকা পরীক্ষায় রোগীর দেহে নিরাপদ বলে প্রমাণিত হয়েছে। এছাড়া প্রতিরোধী প্রতিক্রিয়া দেখিয়েছে।
করোনাভাইরাসের বিরুদ্ধে উচ্চমাত্রার টি-সেল প্রতিক্রিয়াও দেখিয়েছে ফাইজারের টিকা। সিএনবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ফাইজার ও বায়ো এন টেকের টিকার ইতিবাচক ফল আসায় তাদের শেয়ারের দাম বেড়েছে। বায়ো এন টেকের শেয়ারের দাম বেড়েছে প্রায় ১২ শতাংশ। আর ফাইজারের শেয়ার মূল্য বেড়েছে তিন দশমিক ছয় শতাংশ।
গত ১ জুলাই পরীক্ষামূলক ভ্যাকসিনের ইতিবাচক ফল পাওয়ার কথা জানায় ফাইজার। তাদের দাবি, এটি স্বাস্থ্যবান মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি সার্স-কোভ-২ ভাইরাসের বিরুদ্ধেও অ্যান্টিবডি উৎপন্ন করেছে। এর মধ্যে কিছু ভাইরাস নিষ্ক্রিয় করতে কার্যকর অ্যান্টিবডি রয়েছে।
কোভিড-১৯ থেকে সেরে ওঠা ব্যক্তির শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয়, এর চেয়ে এক দশমিক আট থেকে দুই দশমিক আট গুণ বেশি। তবে বেশি মাত্রায় দেওয়া হলে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়।
টাইম অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যালবার্ট বোরলা বলেছেন, আগামী অক্টোবর মাসে তাঁদের ভ্যাকসিনের জন্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে অনুমোদন পেয়ে যাবেন বলে তাঁরা আশা করছেন। আর সেপ্টেম্বরে ভ্যাকসিনের কার্যকারিতার ফল জেনে যাবেন।
Discussion about this post