অনলাইন ডেস্ক
বিশ্বে ১৩৮টি দেশের মধ্যে সামরিক শক্তি ২০২০ সালে ৪৬তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। গ্লোবাল ফায়ার পাওয়ার (জিএফপি) নামে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ‘২০২০ : মিলিটারি স্ট্রেন্থ র্যাংকিং’এর তালিকায় বাংলাদেশের এই অবস্থান উঠে আসে।
প্রতিষ্ঠানটি ৫০টিরও বেশি মাপকাঠির ভিত্তিতে এই সামরিক শক্তিমত্তার স্কোর তৈরি করে। ০.৭০৬৬ শক্তিসূচক নিয়ে বিশ্বের ১৩৮টি দেশের মধ্যে ৪৬তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।
এ বছরও সামরিক শক্তিতে শীর্ষ অবস্থানে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানে রাশিয়া। তৃতীয় চীন ও চতুর্থ স্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সামরিক শক্তিতে পাকিস্তানের অবস্থান ১৫তম। মিয়ানমারের অবস্থান ৩৫তম। শ্রীলঙ্কার অবস্থান ৮২তম। ইরান ১৪তম, ইসরায়েল ১৮তম অবস্থানে রয়েছে।
আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির র্যাংকিংয়ে ১৩৮টি দেশের মধ্যে সামরিক শক্তিতে সর্বনিম্ন অবস্থানে আছে ভূটান।
জিএফপি জানায়, তালিকার ক্ষেত্রে একটি দেশের সামরিক সরঞ্জামের সংখ্যার পাশাপাশি সামরিক সরঞ্জাম কতখানি বৈচিত্র্যপূর্ণ, সেটিও বিবেচনায় নেওয়া হয়েছে।
তালিকায় থাকা শীর্ষ ১০টি দেশ হলো—১. যুক্তরাষ্ট্র, ২. রাশিয়া, ৩. চীন, ৪. ভারত, ৫. জাপান ৬. দক্ষিণ কোরিয়া, ৭. ফ্রান্স ৮. যুক্তরাজ্য, ৯. মিশর, ১০. ব্রাজিল
Discussion about this post