নিজস্ব প্রতিবেদক
শিক্ষার্থীদের বিশেষ ইন্টারনেট প্যাকেজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইন্টারনেট অথবা স্বল্প মূল্যে ডাটার ব্যবস্থা করার চেষ্টা চলছে। খুব শিগগির শিক্ষার্থীরা সুখবর পাবে।’
সোমবার (২৭ জুলাই) বিকেলে চাঁদপুরে করোনা পরীক্ষাগার উদ্বোধন অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইন্টারনেট ডাটার ব্যবস্থা করার চেষ্টা করছি। তবে সেটি যদি সম্ভব না হয় তবে আমাদের স্পেসিফিক যে ডোমেইনগুলোর মাধ্যমে যে ক্লাসগুলো করাচ্ছি এবং করাবো সেগুলো তারা যেন স্বল্পমূল্যে অ্যাকসেস করতে পারে সে জন্য আমরা বিভিন্ন টেলিফোন কোম্পানির সঙ্গে আলোচনা করছি। আমি আশা করছি, খুব শিগগির একটা সুখবর দিতে পারবো।
শিক্ষাবর্ষ সম্পর্কে তিনি বলেন, শিক্ষাবর্ষ নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের শিক্ষার্থীরাতো ক্লাস করছেই। আমরা মনে করছি, যথাযথ সময়ের মধ্যেই আমরা আমাদের সিলেবাস শেষ করতে পারবো। অনলাইনে পরীক্ষা দেওয়ারও নানারকম ব্যবস্থা করছি। আমার মনে হয় না, আমাদের শিক্ষার্থীদের খুব বেশি পিছিয়ে পড়া বা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।
তিনি বলেন, তবে আমরা এখনও শতকরা শতভাগ শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের সাথে যুক্ত করতে পারিনি। যে ৮-১০ ভাগের কাছে আমরা পৌঁছাতে পারিনি তাদের কাছে কীভাবে পৌঁছানো যায়- সে চেষ্টাও অব্যাহত রেখেছি। পাশাপাশি যদি একান্তই না পারি সেক্ষেত্রে যখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে যাবে তখন তাদের ক্ষতি পুষিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ভেটেরেনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ দাস, চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, চাঁদপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. জামাল সালেহ উদ্দীন আহমেদ, সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্যাহ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাহেদ পারভেজ চৌধুরী প্রমুখ।
Discussion about this post