নিজস্ব প্রতিবেদক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেশ কিছু কলেজে সভাপতি পদে সংসদ সদস্যরা রয়েছেন। যদিও হাইকোর্টের একটি রায় অনুসারে সংসদ সদস্যরা কলেজের গভর্নিং বডির সদস্য হতে পারবেন না। তাই, যেসব কলেজের সভাপতির পদে এমপিরা রয়েছেন, সেইসব কলেজের সভাপতির দায়িত্ব প্রশাসনিক কর্মকর্তাদের দেয়া হয়েছে। এমপিরা সভাপতির দায়িত্বে থাকা কলেজগুলোর দায়িত্ব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দেয়া হয়েছে৷ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এ সংক্রান্ত চিঠি জারি করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) জাতীয় কলেজ পরিদর্শক অধ্যাপক মনিরুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অনেক কলেজে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যরা গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। মহামান্য হাইকোর্ট বিভাগের রায় অনুযায়ী মাননীয় সংসদ সদস্যরা গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। তাই, কলেজগুলোতে পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত বর্তমানে দায়িত্ব পালনরত সংসদ সদস্যের স্থলে বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার, জেলা পর্যায়ে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
উচ্চ মাধ্যমিক কলেজের পর এবার ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি পদেও সংসদ সদস্যদের (এমপি) থাকা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। রায়ে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে সংসদ সদস্যদের সভাপতি হিসেবে নিয়োগ বা মনোনয়ন সংবিধানের মূল উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক।
বিভিন্ন রায় ও আদেশ পর্যালোচনা করে পূর্ণাঙ্গ রায়ে আদালত বলেছেন, ‘এটি কাচের মতো স্পষ্ট যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, ফাজিল ও কামিল মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডিতে জাতীয় সংসদের সম্মানিত সদস্যগণ সভাপতি হিসেবে নিয়োগ/মনোনয়ন সংবিধানের মূল উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক। সর্বজনশ্রদ্ধেয় সংসদ সদস্যদের জাতীয় গুরুত্বপূর্ণ আইন প্রণয়নে সার্বক্ষণিক নিবেদিত থাকতে হয়। এ ছাড়া গভর্নিং বডির সভাপতির পদ সংসদ সদস্যদের মহান পদের সঙ্গে একেবারেই বিপরীত। সংসদ সদস্যগণ তার নির্বাচিত এলাকাসহ সমস্ত দেশের উন্নয়নে নিবেদিত, অপরদিকে গভর্নিং বডির সভাপতি শুধু ওই প্রতিষ্ঠানের উন্নয়নে নিবেদিত।’
রায়ের পর্যবেক্ষণে বলা হয়, একজন সংসদ সদস্যকে জনগণের ভোটে নির্বাচিত হতে হয়। অপরদিকে গভর্নিং বডি নিয়োগকারী কর্তৃপক্ষের পদমর্যাদা সংসদ সদস্যের নিচের পদমর্যাদার। সংশ্লিষ্ট এলাকার নির্বাচিত সংসদ সদস্য যদি গভর্নিং বডির সভাপতি হন তাহলে কার্যত ওই গভর্নিং বডি একটি ব্যক্তির প্রতিষ্ঠানে পরিণত হতে বাধ্য।
এর আগে ২০১৯ খ্রিষ্টাব্দের ২৫ নভেম্বর এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি পদে সংসদ সদস্যদের অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।
Discussion about this post