আন্তর্জাতিক ডেস্ক
বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারা বিশ্বে আজ মঙ্গলবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে দুই কোটি ৩৮ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৬৫ লাখ ৭১ হাজার ২৮১ জন চিকিৎসাধীন এবং ৬১ হাজার ৭১৫ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এক কোটি ৬৩ লাখ ৫৬ হাজার ৮৪৮ জন সুস্থ হয়ে উঠেছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ৩২ লাখ ১৭ হাজার ৯৮১ জন, ব্রাজিলে ২৭ লাখ ৭৮ হাজার ৭০৯, ভারতে ২৪ লাখ তিন হাজার ১০১, রাশিয়ায় সাত লাখ ৭৩ হাজার ৯৫, দক্ষিণ আফ্রিকায় পাঁচ লাখ ১৬ হাজার ৪৯৪, পেরুতে চার লাখ সাত হাজার ৩০১, মেক্সিকোতে তিন লাখ ৮৯ হাজার ১২৪, চিলিতে তিন লাখ ৭২ হাজার ৪৬৪, ইরানে তিন লাখ ১১ হাজার ৩৬৫, পাকিস্তানে দুই লাখ ৭৬ হাজার ৮২৯, সৌদি আরবে দুই লাখ ৮২ হাজার ৮৮৮, তুরস্কে দুই লাখ ৩৭ হাজার ৯০৮, ইতালিতে দুই লাখ পাঁচ হাজার ৬৬২, জার্মানিতে দুই লাখ ৯ হাজার ৬০০, বাংলাদেশে এক লাখ ৮২ হাজার ৮৭৫, কাতারে এক লাখ ১৪ হাজার ৯৯, কানাডায় এক লাখ ১১ হাজার ৬৯৪, ফ্রান্সে ৮৫ হাজার ১৯৯ জন এবং চীনের মূল ভূখণ্ডে ৭৯ হাজার ৯৬১ জন সুস্থ হয়ে উঠেছে।
এ ছাড়া কুয়েতে ৭২ হাজার ৯২৫ জন, সংযুক্ত আরব আমিরাতে ৫৮ হাজার ৫৮২, সিঙ্গাপুরে ৫৪ হাজার ৫৮৭, সুইজারল্যান্ডে ৩৪ হাজার ৪০০, দক্ষিণ কোরিয়ায় ১৪ হাজার ২৮৬, অস্ট্রেলিয়ায় ১৯ হাজার ৬০৩ ও মালয়েশিয়ায় আট হাজার ৯৬৫ জন সুস্থ হয়ে উঠেছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং আট লাখ ১৬ হাজার ৯৫০ জন রোগী মারা গেছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
Discussion about this post