নিউজ ডেস্ক
করোনা পরিস্থিতিতে গণপরিবহণের বর্ধিত ৬০ শতাংশ ভাড়া প্রত্যাহারের দাবী জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। আজ বুধবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, সিনিয়র ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন ও ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান এক যৌথ বিবৃতিতে এ দাবী জানান।
নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, সরকার করোনা পরিস্থিতিতে যাত্রী স্বল্পতার কারনে গণপরিবহনে ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হলেও জনসাধারণের কাছ থেকে ১০০ ভাগ বেশী ভাড়া আদায় করা হচ্ছে। বর্তমানে করোনা পরিস্থিতি ও জনজীবন স্বাভাবিক হওয়ায় বর্ধিত ভাড়া প্রত্যাহার ও গণপরিবহনে যাত্রী হয়রানী বন্ধ করতে হবে। পরিবহন সেক্টরে বিরাজমান চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধ করা সময়ের দাবী।
বিবৃতিতে বলা হয়, দেশবাসীর আপত্তি সত্ত্বেও সরকার করোনার অযুহাতে অযৌক্তিকভাবে বাস ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি করেছিল। কিন্তু এখন বাসে যাত্রীদের জন্য ন্যূনতম স্বস্থ্যবিধি প্রতিপালনের কোন ব্যবস্থা নেই। অতিরিক্ত যাত্রী তোলা হচ্ছে। দাঁড়িয়েও যাত্রী পরিবহন করা হচ্ছে। এ অবস্থায়ও অতিরিক্ত বাস ভাড়া আদায় করা হচ্ছে, তা সম্পূর্ণ অযৌক্তিক ও জনগণের উপর জুলুম। একই পরিবারের যাত্রীদের ক্ষেত্রেও ছাড় দেয়া হচ্ছে না।
এর আগে গত ৩১ মে গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এরপর ১ জুন থেকে এ আইন কার্যকর হয়।
Discussion about this post