নিজস্ব প্রতিবেদক
সংসদ টিভিতে প্রচারিত মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ক্লাসের সাথে সামঞ্জস্য রেখে সব সরকারি-বেসরকারি স্কুলে অনলাইন ক্লাস পরিচালনার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। একই সাথে প্রতি মাসের ৩ তারিখের মধ্যে অনলাইন ক্লাস সংক্রান্ত তথ্য উপজেলা শিক্ষা কর্মকর্তাদের পাঠাতে বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধানের। আর স্কুলের শিক্ষকদের মানসম্মত ক্লাসের ভিডিও ইউটিউবে আপলোড করে তার লিংক ইমেইলে অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে স্কুলগুলোকে।
সোমবার (৩১ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে সব প্রতিষ্ঠান প্রধানদের এসব তথ্য জানানো হয়েছে।
করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকেই সংসদ টিভিতে ‘আমার ঘরে আমার ক্লাস’ শিরোনামে মাধ্যমিকের শিক্ষার্থীদের ক্লাস সম্প্রচার করা হচ্ছে। সকাল ১০টা ৪০ মিনিট থেকে দুপুর ২টা ৪৫ মিনিট পর্যন্ত সংসদ টিভিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস প্রচার করা হচ্ছে। সংসদ টিভিতে প্রচারিত এসব ক্লাসের সাথে সামঞ্জস্য রেখে স্কুলের অনলাইন ক্লাস পরিচালনা করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
এছাড়া আদেশে স্কুলের শিক্ষকদের নেয়া মানসম্মত ক্লাসের ভিডিও ইউটিউবে আপলোড করে তার লিংক ইমেইলে (dddshesecondary@gmail.com) অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধানের।
এছাড়া সংসদ টিভিতে কোন কোন শ্রেণির ক্লাস হয়, ক্লাসের নির্দিষ্ট রুটিন আছে কিনা, বিষয়ভিত্তিক ক্লাসের সংখ্যা, অংশগ্রহণ করা শিক্ষার্থীদের সংখ্যা এবং শতকরা হার, অনলাইন ক্লাসের চ্যালেঞ্জ ও মোকাবেলায় করনীয় উল্লেখ করে তথ্য প্রতিষ্ঠানের নাম, ঠিকানা এবং এমপিওভুক্ত হলে এমপিও কোড উল্লেখ করে প্রতি মাসের ৩ তারিখের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিতে বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধানের। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ৬ তারিখের মধ্যে এসব তথ্য জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর, জেলা শিক্ষা কর্মকর্তা ১০ তারিখের মধ্যে এসব তথ্য আঞ্চলিক উপ-পরিচালক বরাবর এবং আঞ্চলিক উপ-পরিচালক প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে এসব তথ্য ইমেইলে অধিদপ্তরের পাঠাবেন।
Discussion about this post