নিউজ ডেস্ক
দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে আইসিইউ থেকে এইচডিইউ বা হাই ডিফেন্ডেন্সি ইউনিটে নেওয়া হচ্ছে। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা এখন আরো ভালো এবং স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে এ কথা জানান ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের নিউরোট্রমা বিভাগ ও মেডিকেল বোর্ডের প্রধান ডা. মোহাম্মদ জাহেদ হোসেন। তিনি বলেন, ‘আমরা মেডিকেল বোর্ডের সদস্যরা বসেছিলাম। আইসিউতে তার সঙ্গে কথা বলেছি।’
জাহেদ হোসেন বলেন, ‘তার অবস্থার উন্নতি হয়েছে। সে কারণে আইসিইউ থেকে তাকে এইচডিইউতে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আঘাতের কারণে তার ডান পাশ ক্ষতিগ্রস্ত হওয়ায় অবশ অবস্থার উন্নতি হয়নি। কতদিনে স্বাভাবিক হবে এখনই বলা সম্ভব হচ্ছে না।’
তিনি বলেন, ‘তার সেন্স ভালো আছে, পরিচিতজনদের সঙ্গে কথা বলছেন। আমরা বুঝতে পারছি, জ্ঞানের দিক থেকে স্বাভাবিক অবস্থায় ফিরছেন তিনি। তবে নিউরো রোগীদের কখনোই শঙ্কামুক্ত বলা যায় না। এটা বলতে পারি, তার অবস্থার উন্নতি হয়েছে।’
গত বুধবার রাতে ঘোড়াঘাটের সরকারি বাসভবনে দুর্বৃত্তরা ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলা করে। তারা হাতুড়িসহ বিভিন্ন অস্ত্র দিয়ে মারাত্মক জখম করে তাকে। পরদিন রংপুর কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার নিয়ে এসে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্স অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। এ হামলার ঘটনায় দিনাজপুরের ঘোড়াঘাট থানায় মামলা করেছেন ওয়াহিদা খানমের ভাই শেখ ফরিদ। ২০১৮ সালের ৭ নভেম্বর কর্মস্থলে যোগ দেন ওয়াহিদা খানম।
Discussion about this post