অনলাইন ডেস্ক
তুরস্কের আঙ্কারা মিশনের বাংলাদেশ চ্যান্সারি কমপ্লেক্স উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় প্রধানমন্ত্রী ভার্চ্যুয়ালি এ ভবন উদ্বোধন করবেন।
তুরস্কের আঙ্কারার বাংলাদেশ মিশন জানায়, আঙ্কারার বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবন নির্মাণে বরাদ্দ ছিল ৪৫ কোটি ৭৬ লাখ টাকা। তবে ভবনটি নির্মাণে ২ কোটি ২৬ লাখ টাকা কম ব্যয় হয়েছে। ওই টাকা বাংলাদেশ সরকারের কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রোববার (১৩ সেপ্টেম্বর) তুরস্কে গেছেন। বাংলাদেশ দূতাবাসের চ্যান্সারি ভবন উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
তুরস্ক সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগলুর সঙ্গে বৈঠক হবে ড. মোমেনের। এছাড়া বিভিন্ন ব্যক্তির সঙ্গে বৈঠক হবে বলে আশা করা হচ্ছে। সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী ১৬ সেপ্টেম্বর দেশে ফিরবেন।
Discussion about this post