বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
বাউফলের নওমালা ইউনিয়নের ১৮৫নং নয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহানুর হোসেন জাল সনদে চাকরি নিয়ে ৩০ বছর কাটিয়ে দিয়েছেন।
নিয়মানুযায়ী ওই পদে নিয়োগ পেতে প্রার্থীকে এসএসসি, এইচএসসি ও স্নাতক শ্রেণির যে কোনো একটিতে কমপক্ষে ২য় বিভাগে উত্তীর্ণ হতে হবে। কিন্তু শাহানুর সব পরীক্ষায় ৩য় বিভাগে উত্তীর্ণ হয়েছেন। এ অবস্থায় তিনি এসএসসির সনদ জাল করে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ নেন।
এ নিয়ে ২০১৯ সালের ২৫ নভেম্বর ইসমাইল হোসেন নামের এক ব্যক্তি বিষয়টি লিখিতভাবে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের কাছে অভিযোগ করেন।
পরে বিষয়টি নিয়ে তদন্তে নামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিয়াজুল হক বলেন, চলতি মাস থেকে ওই প্রধান শিক্ষকের বেতনভাতা বন্ধ। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
Discussion about this post