নিউজ ডেস্ক
ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের কারণেই সার্বিকভাবে করোনা ও আম্ফানের মতো মহামারী দুর্যোগ মোকাবেলা করে দেশকে সচল রাখা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত রোববার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় দেয়া ভাষণে এ মন্তব্য করেন তিনি।
করোনাকালীন বিভিন্ন স্থানে সশরীরে যাওয়া না গেলেও ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে দলের সাংগঠনিক কর্মকান্ড বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন আওয়ামী লীগ সভাপতি।
সংকট মোকাবেলায় সর্বস্তরের মানুষের জন্য সরকার প্রদত্ত প্রণোদনা প্রসংগে তিনি বলেছেন, ‘যাচাই বাছাই করে তালিকা নিয়ে ডিজিটাল পদ্ধতিতে কৃষক, শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, সাধারণ মানুষদের কাছে নগদ অর্থ এবং সামগ্রী আমরা পৌঁছে দিয়েছি।’
করোনা মোকাবেলায় জেলা পর্যায় পর্যন্ত হাসপাতালগুলোকে উন্নত করা এবং অক্সিজেনের ব্যবস্থা রাখাসহ দুই হাজার চিকিৎসক ও তিন হাজার নার্স এবং টেকনিশিয়ান নিয়োগে সরকারের নেয়া পদক্ষেপগুলো তুলে ধরেন শেখ হাসিনা ।
Discussion about this post