নিজস্ব প্রতিবেদক
চলতি বছরে বার্ষিক পরীক্ষার পরিবর্তে শিখনফলের মাধ্যমে মূল্যায়ন করা হবে এমন সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সরকার। । আজ থেকে মাধ্যমিকের শিখনফল মূল্যায়ন শুরু হবে। ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা না নিয়ে শিখনফলের মূল্যায়ন করা হবে।
এর আগে শিখনফল মূল্যায়নের বিষয়ে সাতটি নির্দেশনা দিয়ে গত রোববার বিজ্ঞপ্তি জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টেলিভিশনে পাঠদান প্রচার ও শিক্ষকরা মোবাইল ফোনের মাধ্যমে পাঠদান অব্যাহত রেখেছেন। এরকম নানা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা কতটুকু শিখল, তার মূল্যায়ন করতে এসব নির্দেশনা দিয়েছে মাউশি।
এতে বলা হয়েছে, শিক্ষক ও শিক্ষার্থীরা যেন তাদের পাঠ অগ্রগতি বা দুর্বলতা সম্পর্কে ধারণা পেতে পারে সেভাবেই এ মূল্যায়ন পদ্ধতি তৈরি করা হয়েছে। এই মূল্যায়ন যেন শিক্ষার্থীদের ওপর কোনোভাবে মানসিক বা শারীরিক চাপ সৃষ্টি না করে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) মাধ্যমিক পর্যায়ের জন্য ৩০ কর্মদিবসে শেষ করার মতো একটি সিলেবাস তৈরি করছে, যা ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।
ওই সিলেবাসের ভিত্তিতে এনসিটিবি অ্যাসাইনমেন্টের (নির্ধারিত কাজ) জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে। প্রতি সপ্তাহে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে সেই অ্যাসাইনমেন্ট মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো হবে।
প্রতিষ্ঠানপ্রধানরা শ্রেণিভিত্তিক সময়সূচি নির্ধারণ করে আলাদাভাবে সেসব অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীদের দেওয়া এবং নেওয়ার ব্যবস্থা করবেন। চাইলে অনলাইনের সাহায্যে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রেখে অ্যাসাইনমেন্ট দেওয়া-নেওয়ার কাজটি করা যাবে।
এতে আরও বলা হয়, আপাতত এই অ্যাসাইনমেন্ট ছাড়া পরীক্ষা বা বাড়ির কাজের মতো অন্য কোনো উপায়ে শিক্ষার্থীদের মূল্যায়ন করা যাবে না।
প্রসঙ্গত, গত ২৬ অক্টোবর সরকার ঘোষণা দিয়েছিল, ১ নভেম্বর থেকে মাধ্যমিক পর্যায়ে (৬ষ্ঠ থেকে ৯ম) শ্রেণির জন্য ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস বাস্তবায়ন শুরু করবে। এদিন থেকেই শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট সংগ্রহ করে তা জমা দিতে হবে। কোভিড-১৯ পরিস্থিতিতে স্থানান্তরিত শিক্ষার্থীরা যেখানে রয়েছে সেই এলাকার নিকটতম শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অ্যাসাইনমেন্ট সংগ্রহ করতে এবং জমা দিতে পারবে।
এখানে উল্লেখ্য যে বিভিন্ন কারণে স্থানান্তরিত শিক্ষার্থীরা তাদের নিুতন ঠিকানার যে কোন বিদ্যালয়ে যোগাযোগ করে প্রধান শিক্ষকের নিকট থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া-নেওয়ার কাজটি করতে পারবে।
Discussion about this post