নিউজ ডেস্ক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ১৭৩।
এছাড়া কোভিড-১৯ শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৫৩১ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৪ লাখ ৩০ হাজার ৪৯৬।
শনিবার দুপুরে করোনাভাইরাস বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ১১৫টি ল্যাবে ১১ হাজার ৭৯৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২৫ লাখ ২৭ হাজার ১৩৪টি।
এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৪৬২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৩ লাখ ৪৭ হাজার ৮৪৯ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।
মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ০৩ শতাংশ। অন্যদিকে, শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৮০ শতাংশ এবং মৃতের হার ১ দশমিক ৪৩ শতাংশ।
এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) দেশে আরও ১ হাজার ৭৬৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ১৯ জন।
Discussion about this post