অনলাইন ডেস্ক
ইতালিতে নতুন রাষ্ট্রদূত হিসেবে যোগ দিচ্ছেন কূটনৈতিক মো. শামীম আহসান।
এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন সদ্য ইতালিতে বাংলাদেশ দূতাবাসে নিয়োগ পাওয়া নতুন রাষ্ট্রদূত শামীম আহসান।
প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও সদ্য বিদায়ী রোম বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদারের স্থলাভিষিক্ত হবেন মো. শামীম।
শামীম আহসান ১৯৬৬ সালে ১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন।বিসিএস ১১তম ব্যাচের এ কূটনীতিক ১৯৯৩ সালের এপ্রিলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন।
২০১৪ সালের এপ্রিলে নিউইয়র্কের কনসাল জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি ওয়াশিংটন ডিসি, রোম, নাইরোবি, দোহা ও কুয়েতসহ বিভিন্ন শহরে বাংলাদেশের মিশনে দায়িত্ব পালন করেন।
এদিকে নতুন রাষ্ট্রদূত হিসেবে রোমে আসার খবরে ইতালি প্রবাসী বাংলাদেশিরা সামাজিক যোগাযোগমাধ্যমে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বলে জানা যায়।
Discussion about this post