সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদেরও এমপিওভুক্ত ও ননএমপিও স্কুলের শিক্ষার্থীদের মত টিউশনফি দিতে হবে । টিউশন ফিয়ের সাথে বেসরকারি কর্মচারী ফি ও আইসিটি ফি নিতে পারবে সরকারি স্কুলগুলো। সরকারি স্কুলের শিক্ষার্থীদের টিউশন ফি আদায়ে এ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তর থেকে এ বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফিসহ অত্যাবশ্যকীয় বেসরকারি কর্মচারী ফি ও আইসিটি বা কম্পিউটার ফি গ্রহণ করবে, কিন্তু অ্যাসাইনমেন্ট, টিফিন, পুনঃভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিন ও উন্নয়ন বাবদ কোনো ফি গ্রহণ করতে পারবে না। অন্য কোন ফি নেয়া হলে তা ফেরত দেবে। এছাড়াও অন্য কোনো ফি যদি অব্যয়িত থাকে তা একইভাবে ফেরত দেবে। তবে যদি কোন অভিভাবক চরম আর্থিক সংকটে পড়েন, তাহলে তার সন্তানের টিউশন ফিয়ের বিষয়টি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বিশেষ বিবেচনায় নেবেন। কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবন যেন ব্যহত না হয় সে বিষয়ে যত্নশীল হতে হবে।
Discussion about this post