বিশেষ প্রতিবেদক
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এবং প্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সামিহা তাহসিন এবং ওমরান জামান দুই বন্ধু। তাদের উদ্ভাবিত ওয়াইফাই মোবাইল অ্যাপস ‘বন্টন কানেক্ট’ ব্যবহার করে সারাদিনে মাত্র ৫ টাকায় মিলবে ইন্টারনেট। এটিকে তারা ইন্টারনেটের ‘উবার’ হিসেবে উল্লেখ করেছেন।
এ পদ্ধতি উদ্ভাবনের বিষয়ে সামিহা তাহসিন জানান, একদিন তার ক্লাস রিলেটেড জরুরি লিংক ওপেন করতে গিয়ে তিনি দেখেন, তার ওয়াইফাই এরিয়ার মধ্যে না থাকায় সেটি খুলছে না। পরে মোবাইল ডাটারও সংযোগ পাচ্ছিলেন না। এসময় তিনি হতাশ হয়ে পড়েন।
তবে তিনি দেখেন, আরও কয়েকটি ওয়াইফাই কানেকশন থাকলেও পাসওয়ার্ড না থাকায় তা ব্যবহার করতে পারছেন না। তখন তিনি ভাবেন, তার নিকট পাসওয়ার্ডটা থাকলে তার কতই না উপকার হতো। তখনই তিনি ওয়াইফাই নেটওয়ার্ক শেয়ার করার আইডিয়াটি পান এবং ওমরান জামালের সঙ্গে শেয়ার করেন।
এরপরই ‘বন্টন কানেক্ট’ নামে দারুন আইডিয়াটির সূচনা হয়। এই অ্যাপটি ব্যবহার করে যেকেউ তাদের ওয়াইফাই নেটওয়ার্ক শেয়ার করতে পারবেন। অন্যরা স্বল্প টাকার বিনিময়ে সেটি ব্যবহার করতে পারবেন। গত বছরের নভেম্বরে এটি যাত্রা শুরুর পর এটি বিদেশী বিনিয়োগও পেয়েছে।
বণ্টন কী? সোজা কথায় এটি একটি ইন্টারনেট শেয়ারিং অ্যাপ। বাংলাদেশে মোবাইল ইন্টারনেট এখনো যথেষ্ট ব্যয়বহুল। আর সব জায়গায় ওয়াইফাইও সহজলভ্য নয়। অথচ ব্যস্ত জীবনে প্রতিনিয়ত ইন্টারনেটের প্রয়োজন হয়। পথের মধ্যে দাঁড়িয়ে হঠাৎ একটা রাইড শেয়ারিং এপ, এ্যাম্বুলেন্স বা কোন জরুরি তথ্যের দরকার পড়লেও অনেকসময় তা পাওয়া কঠিন হয়ে যায় ইন্টারনেট সংযোগের বাইরে থাকার কারণে। এরকম অবস্থায় সমাধানের পথ হবে ‘বণ্টন’। বণ্টন অ্যাপের মাধ্যমে যে কেউ যে কোন জায়গায় খুব সহজেই মাত্র পাঁচ টাকায় সারাদিন ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
জিএসএমএ এর রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের নিচের সারিতে থাকা অন্তত ২০ শতাংশ মানুষের এক গিগাইবাইট (জিবি) ইন্টারনেট কেনার সামর্থ্য নেই। কারণ এর দাম তাদের মাসিক আয়ের প্রায় ১১ দশমিক চার শতাংশ। ওমরান বলেন, ‘এ শ্রেণির মানুষ ছোট ডাটা প্যাক ব্যবহার করেন। এখন আমরা এই দিকেই ফোকাস করছি।’ এর আগে তার জোবাইকসহ একাধিক অ্যাপে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
এই সেবার মাধ্যমে খরচের ২০ শতাংশ নেবে বোন্টন। বাকি ৮০ শতাংশ পাবে সেবাপ্রদানকারীদের। বন্টন ব্যবহারকারীরা মাত্র ৫টায় সারাদিন এই সেবা ব্যবহার করতে পারবেন। তবে ভ্রমণে থাকলে খরচ হবে ১০টাকা। অথচ মোবাইল অপারটেরদের নিকট থেকে এক জিবি ডাটা প্যাক কিনতে ২৫ থেকে ৭৭ টাকা পর্যন্ত খরচ হয়।
বর্তমানে মহাখালীর ওয়্যারলেস গেট পার্কে এবং গ্রিনরোডের ক্রিসেন্ট রোড এলাকায় পরীক্ষামূলকভাবে বণ্টনের সেবা চালু আছে। আগামী তিন মাসের মধ্যে বণ্টন এলাকাভিত্তিক কাজ শুরু করবে। হোম ওয়াইফাই শেয়ার করে যে কেউ হতে পারবেন হোস্ট। কেউ যেকোনো এলাকায় এসে ওয়াইফাই নেটওয়ার্কে সংযুক্ত হতে চাইলে বণ্টন অ্যাপে লগইন করলে সবচেয়ে কাছের ওয়াইফাই নেটওয়ার্কের সাথে তাকে সংযুক্ত করে দেওয়া হবে। সেক্ষেত্রে হোস্ট পাবেন প্রতি সংযোগের জন্য পাঁচ টাকা করে।
২০১৯ সালে শুরু হওয়া এ উদ্যোগের পেছনে বর্তমানে ৭ জনের একটি দল নিয়ে কাজ করছেন সামিহা-ওমরান। ব্র্যান্ডিং, মার্কেটিং এবং টেকনিক্যাল বিষয়সহ এখনো অনেকদূর যাওয়া বাকি। কিন্তু এসব কিছুকেই কাজের অংশ হিসেবে নিয়ে সব প্রতিকূলতা ছাড়িয়ে নিজেদের ভাবনার ফসলকে বণ্টন করবেন সবার মাঝে- সেই স্বপ্নই দেখেন বণ্টনের উদ্যোক্তারা।
Discussion about this post