নিজস্ব প্রতিবেদক
গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন ইউনিট থাকবে কিনা সেটি আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ‘উপাচার্য পরিষদে’র বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার যুগ্ম আহ্বায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, এবারের ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন ইউনিট রাখা হবে কিনা সেটি এককভাবে বলা সম্ভব না। সব বিশ্ববিদ্যালয়ের উপিাচার্যদের মতামত নিয়ে তবেই এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি আরও বলেন, আগামী ১৯ ডিসেম্বর উপাচার্য পরিষদের মিটিং রয়েছে। সেখানে এই বিষয়ে আলোচনা করা হবে। অধিকাংশ উপাচার্য যদি বিভাগ পরিবর্তন ইউনিট রাখার পক্ষে মত দেন তাহলে হয়তো বিভাগ পরিবর্তনের জন্য আলাদা ইউনিটে পরীক্ষা নেয়া হতে পারে।
Discussion about this post