আন্তর্জাতিক ডেস্ক
করোনাভাইরাসের উৎস সন্ধানে দশজন আন্তর্জাতিক বিজ্ঞানীর একটি বিশেষজ্ঞদল আগামী মাসে চীনের উহান শহরে যাচ্ছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। খবর বিবিসি’র।
উহানে স্বাধীনভাবে তদন্ত করতে দিতে এতদিন রাজি হয়নি চীন। বেশ কয়েক মাস ধরে আলোচনার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এই অনুমতি পেল।
এ প্রসঙ্গে উহানে যাওয়া বিশেষজ্ঞ দলের একজন জীববিজ্ঞানী বার্তা সংস্থা এপিকে বলেন, ডব্লিউএইচও’র উদ্দেশ্য কারোর ওপর দায় চাপানো নয়, বরং তারা ভাইরাসের ভবিষ্যৎ প্রাদুর্ভাব রোধে করতে চায়।
জার্মানির রবার্ট কচ ইন্সটিটিউটের ফ্যাবিয়ান লিনডার্জ বলেন, ‘এটি আসলেই দোষী দেশ খুঁজে বের করার ব্যাপার নয়। আমরা সেখানে কী ঘটেছিল সেটা বোঝার চেষ্টা করবো এবং সেই তথ্যের ভিত্তিরে ভবিষ্যৎ ঝুঁকি কমানোর চেষ্টা করবো।’
ভাইরাস সংক্রমণের শুরুর দিকে ভাবা হচ্ছিল ভাইরাসটির উৎস হুবেই প্রদেশের উহানের কথিত ‘ওয়েট মার্কেট’। আর সেখানেই প্রাণি থেকে মানুষের দেহে ভাইরাসটি সংক্রমিত হয়েছিল বলে ধারণা করা হয়।
বিশেষজ্ঞরা জানান, করোনাভাইরাস হয়তো কয়েক যুগ ধরেই বাদুড় থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয়ে আসছিল কিন্তু তা শনাক্ত হয়নি।
গত বছরের ডিসেম্বরে, উহানের কেন্দ্রীয় হাসপাতালের ডাক্তার লি ওয়েনলিয়াং একটি নতুন রোগ ছড়িয়ে পড়ার ব্যাপারে তার সতীর্থ ডাক্তাদের সতর্ক করে দিয়েছিলেন। কিন্তু তখন পুলিশের পক্ষ থেকে তাকে ‘মিথ্যা মন্তব্য’ করতে মানা করা হয় এবং ‘গুজব’ ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে তদন্তও করা হয়।
এরপর ফেব্রুয়ারি মাসে রোগীদের কাছ থেকে করোনায় সংক্রমিত হয়ে ডাক্তার লি মারা যান।
Discussion about this post