আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবে ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে । বৃহস্পতিবার সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী ডা. তাওফিক আল-রাবিয়াহ এই ভ্যাকসিন নেন। বাদশাহ সালমানের নির্দেশনায় ব্যাপক আকারে টিকা প্রয়োগ শুরু করা হয় বলে জানান তিনি।
বুধবার সৌদি আরবে ফাইজার-বায়োএনটেকের করোনাভ্যাকসিনের প্রথম চালান পৌঁছে। এরই মধ্যে দেশটির দেড় লাখেরও বেশি মানুষ করোনার টিকা নিতে অনলাইনে নিবন্ধন করেছে।
গত ১১ই ডিসেম্বর ফাইজার ও বায়োএনটেকের তৈরি করোনাভ্যাকসিন অনুমোদন দেয় সৌদি আরব। সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ জানায়, জরুরি ব্যবহারের জন্য ফাইজার-বায়োএনটেকে ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে সৌদি আরবের খাদ্য ও ওষুধ প্রশাসন (এসএফডিএ)।
জানা গেছে, গত ২৪ নভেম্বর মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার ও জার্মান সংস্থা বায়োএনটেকের পক্ষ থেকে জমা দেয়া তথ্য-উপাত্ত পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভ্যাকসিনটি কার্যকারিতা, সুরক্ষা, স্থিতিশীলতা ও উত্পাদন নীতির দিক আন্তর্জাতিক ওষুধের মান অনুযায়ী সব শর্ত পূরণ করে বলে জানিয়েছে এসএফডিএ।
সৌদি সরকারের অনুমোদন প্রসঙ্গে বায়োএনটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা উগুর সাহিন বলেন, ‘প্রথম থেকেই আমাদের লক্ষ্য এমন একটি ভ্যাকসিন তৈরি করা যা কোভিড-১৯ এর বিরুদ্ধে দ্রুত ও শক্তিশালী সুরক্ষা তৈরি করতে পারে এবং যেটি সব বয়সীরা গ্রহণ করতে পারে। এখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে, আমরা বিশ্বাস করি, আমরা সফলভাবে এটি অর্জন করেছি। ভাইরাসের কোনো দেশ কিংবা সীমানা নেই। তাই আমরা যত দ্রুত সম্ভব বিশ্বব্যাপী অনেক মানুষের কাছে এই ভ্যাকসিন পৌঁছে দিতে কাজ করছি।’
Discussion about this post