অনলাইন ডেস্ক
আগামী ২৭ ডিসেম্বর থেকে জার্মানি ফাইজার-বায়োএনটেকের তৈরি নভেল করোনাভাইরাসের টিকা দেওয়ার কার্যক্রম শুরু করতে যাচ্ছে। প্রাথমিকভাবে কেয়ার হোমের বয়স্কদের এই টিকা দেওয়া হবে।
রয়টার্স জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য হিসেবে করোনার ভ্যাকসিন দেওয়া শুরু করতে হলে জার্মানিকে ইউরোপীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থার (ইএমএ) অনুমোদন পাওয়ার অপেক্ষা করতে হবে। আগামী ২১ ডিসেম্বর ইএমএ এ বিষয়ে ঘোষণা দেবে বলে আশা করা হচ্ছে।
ইইউর এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আগামী ২৩ ডিসেম্বর ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদন দিতে পারে ইইউ।
এদিকে গতকাল বুধবার জার্মানির ১৬ রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পান। বৈঠক শেষে এক বিবৃতিতে বার্লিন সিটি সরকার এক বিবৃতিতে বলেছে, ‘আগামী ২৭ ডিসেম্বর রাজ্যগুলো নভেল করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু করবে।’
এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭ সদস্য রাষ্ট্র একইদিন টিকা দেওয়ার কাজ শুরু করার আশা করছে।
এক বিবৃতিতে জার্মানির ১৬ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীরা বলেছেন, বছর শেষের আগেই ফাইজার-বায়োএনটেকের টিকার সম্ভাব্য অনুমোদন ও বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন স্পান। তাই ইইউর বর্তমান সভাপতি হিসেবে জার্মানি ২৭ ডিসেম্বর থেকে টিকা দেওয়ার কাজ শুরু করলে সব সদস্য রাষ্ট্রই টিকাদান কর্মসূচি শুরু করতে পারবে।
ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, ফাইজার-বায়োএনটেকের টিকা অনুমোদন পেলে ইউনিয়নভুক্ত সব দেশে একই দিনে টিকা দেওয়ার কাজ শুরু করা যেতে পারে।
ফাইজার-বায়োএনটেকের টিকা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে অনুমোদন পেয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে।
Discussion about this post