নিজস্ব প্রতিবেদক
বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল মীর মশাররফ হোসেনের ১০৯তম মৃত্যুবার্ষিকী আজ
সৈয়দ মীর মশাররফ হোসেন (নভেম্বর ১৩, ১৮৪৭-ডিসেম্বর ১৯, ১৯১১) প্রখ্যাত ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। তিনি বাংলাভাষার অন্যতম প্রধান গদ্যশিল্পী ও বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ। কারবালার যুদ্ধকে উপজীব্য করে রচিত বিষাদ সিন্ধু তার সবচেয়ে জনপ্রিয় উপন্যাস।
তিনি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাঁপড়া ইউনিয়নের লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার লেখাপড়ার জীবন কাটে প্রথমে কুষ্টিয়ায়, পরে ফরিদপুরের পদমদীতে ও শেষে কৃষ্ণনগরের বিভিন্ন বিদ্যালয়ে। তার জীবনের অধিকাংশ সময় ব্যয় হয় ফরিদপুরের নবাব এস্টেটে চাকরি করে। তিনি কিছুকাল কলকাতায় বসবাস করেন।
মীর মশাররফ হোসেন তার বহুমুখী প্রতিভার মাধ্যমে উপন্যাস, নাটক, প্রহসন, কাব্য ও প্রবন্ধ রচনা করে আধুনিক যুগে মুসলিম রচিত বাংলাসাহিত্যে সমৃদ্ধ ধারার প্রবর্তন করেন।
এই কথাসাহিত্যিকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ, মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রের পক্ষ থেকে আজ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়ার কুমারখালীর লাহিনীপাড়া গ্রামের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দির পদমদী গ্রামে মৃত্যুবরণ করেন তিনি। পরে তাঁকে পদমদীতেই দাফন করা হয়।
Discussion about this post