নিজস্ব প্রতিবেদক
আগামী ৩১ ডিসেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে— এটিএন নিউজ টেলিভিশনে এমন সংবাদ প্রকাশের পর তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ।
আজ বুধবার (২৩ ডিসেম্বর) তিনি বলেন, ৩১ ডিসেম্বর অথবা অন্য কোনো সুনির্দিষ্ট তারিখ আমি কোনো সাংবাদিককে বলিনি। চলতি মাসের মধ্যে ফল প্রকাশের আপ্রাণ চেষ্টা করছি, আমি এটুকুই বলেছি। এখন সাংবাদিক তার মনগড়া তথ্য প্রচার করলে তার দায় তারই।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) প্রচারিত ওই প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা গেছে, প্রতিবেদনের শুরুতে সংবাদ পাঠিকা বলেন, ‘৩১ ডিসেম্বর প্রকাশ করা হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল….’।
এরপর ওই প্রতিবেদনের সূত্র দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আগামী ৩১ ডিসেম্বর ফল প্রকাশ করা হবে বলে অনেক ফলপ্রত্যাশী স্ট্যাটাস দিয়েছেন। তবে ফল প্রকাশের মনগড়া তারিখটি সঠিক নয় বলে জানান অধ্যাপক নেহাল আহমেদ।
Discussion about this post