অনলাইন ডেস্ক
মহামারি করোনাভাইরাসের পরিবর্তিত নতুন ধরন ব্রিটেনের ভ্যাকসিন গবেষণাগার থেকে ছড়িয়ে থাকতে পারে। ইরানের স্বাস্থ্যমন্ত্রীর একজন উপদেষ্টার সঙ্গে আলাপকালে এ কথা বলেছেন ব্রিটেনের একজন গবেষক। খবর : পার্সটুডে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রীর গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা আলী রেজা ওহাবজাদে বুধবার (২৩ ডিসেম্বর) এক টুইট বার্তায় বলেন, ব্রিটিশ গবেষণাগার থেকে নতুন ধরনের করোনাভাইরাস ছড়িয়ে থাকতে পারে। তবে এই ভাইরাস কীভাবে ছড়িয়ে পড়েছে এবং বিস্তার লাভ করেছে তা এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছেন তিনি।
এদিকে যুক্তরাজ্যে শনাক্ত হওয়া নতুন ধরনের করোনার উৎসস্থল দক্ষিণ আফ্রিকায় বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। তিনি বলেছেন, যুক্তরাজ্যে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসের দুজন আক্রান্ত হয়েছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডন ও উত্তর-পশ্চিম ইংল্যান্ডে আক্রান্ত ওই দুই ব্যক্তি সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফর করে এসেছেন, এমন ব্যক্তিদের সংস্পর্শে এসেছিলেন। এ ঘটনার পর দক্ষিণ আফ্রিকার সাথে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য। এছাড়া গত ১৪ দিনে যারা দক্ষিণ আফ্রিকায় ভ্রমণ করেছেন, কিংবা তাদের সংস্পর্শে এসেছেন, তাদেরকে দ্রুত কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
ইতোমধ্যে ভাইরাসটি নিয়ে দক্ষিণ আফ্রিকায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী জোয়াইলি ম্যাখিজে সতর্ক করে বলেছেন, ‘আগে যেসব তরুণ সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন, তারাও এখন ভীষণ অসুস্থ হয়ে পড়ছেন।’
Discussion about this post