নিজস্ব প্রতিবেদক
এবার এইচএসসি অটোপাসের ফল প্রকাশের আগে অধ্যাদেশ জারি হচ্ছে ।সরকার উচ্চমাধ্যমিক ফল প্রকাশের পর আইনি জটিলতা এড়াতে শিক্ষা বোর্ড আইন সংশোধন করে একটি অধ্যাদেশ জারির উদ্যোগ নিয়েছে । অধ্যাদেশ জারির পর শিক্ষার্থীরা ফলাফল পাবে। সংসদ অধিবেশন না থাকায় অধ্যাদেশ জারি করার কোনো বিকল্প নেই।
তবে, ফল প্রকাশের জন্য এখনো গাইডলাইন হাতে পায়নি শিক্ষাবোর্ডগুলো। ফলাফলের নম্বর সংরক্ষণের টেবুলেশন শিটও তৈরি হয়নি। সব মিলিয়ে এইচএসসির ফল কবে প্রকাশ করা হবে তা নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে। যদিও, কর্মকর্তাদের দাবি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নির্দেশনা অনুযায়ী ডিসেম্বরেই ফল প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ চলছে।
শিক্ষা বোর্ড আইনে বলা আছে, পরীক্ষা নিয়ে বোর্ড ফল প্রকাশ করবে। কিন্তু করোনার কারণে এবার পরীক্ষা হচ্ছে না। তাই, ফল প্রকাশের পর আইনি জটিলতার মুখে পড়ার সম্ভাবনা রয়েছে।
বোর্ড ও মন্ত্রণালয়ের সূত্র জানায়, আইনি জটিলতা এড়াতে আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করা হবে। বৃহস্পতিবার সারাদিন বোর্ডের কর্তারা শিক্ষা মন্ত্রণালয়ে এ নিয়ে সভা করেছেন। খুব শিগগিরই অধ্যাদেশ জারি হবে।
তবে বোর্ড থেকে জানা গেছে, ফল প্রকাশের নীতিমালার খসড়া বোর্ড থেকে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। কিন্ত তা অনুমোদিত হয়ে এখনো বোর্ডে পৌছায়নি। তবে, শিগগিরই তা বোর্ডগুলোতে পৌঁছানোর কথা আছে।
শিক্ষা বোর্ডগুলো এখনো টেবুলেশন শিটের ফরমেট হাতে পায়নি। অন্যান্য বোর্ডগুলোর কর্মকর্তারা ঢাকা বোর্ডের কর্মকর্তাদের কাছে এ বিষয়ে জানতে চাচ্ছেন। তবে, আশা করা হচ্ছে টেবুলেশনের ফরমেটও খুব শিগগিরই বোর্ডগুলো হাতে পাবে।
যদিও ফল প্রকাশের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম বলেন, শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে এইচএসসির ফল ঘোষণা করা হবে, আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আমরা সর্বাত্মক চেষ্টা করছি ডিসেম্বরেই ফল দেয়ার।
করোনার কারণে যেহেতু এবার এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি সেহেতু অষ্টমের সমাপনী ও এসএসসির ফলাফলের গড় করে এবারের এইচএসসির ফল নির্ধারণ করা হবে। ডিসেম্বর মাসের মধ্যেই এই ফল ঘোষণা করা হবে বলে বিভিন্ন সূত্রমতে জানা যায়।
Discussion about this post