নিউজ ডেস্ক
দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, করোনা সংক্রমণ মোকাবিলায় সম্মুখসারির যোদ্ধা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পুলিশ-আইনশৃঙ্খলা বাহনীসহ অন্যদের সঙ্গে সংবাদকর্মীরা ভ্যাকসিন পাবেন প্রথম ধাপে।
শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় সাভারের আশুলিয়া প্রেসক্লাবের সপ্তম দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী এনামুর রহমান বাংলানিউজকে বলেন, আমাদের সফলতা প্রায় সব জায়গায় রয়েছে। শিক্ষার হার বেড়েছে, গড় আয়ুও বেড়েছে। স্বাস্থ্য ব্যবস্থা মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশুলিয়া আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন, যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ সাইফুল ইসলাম ও প্রেসক্লাবের সাংবাদিকরা।
Discussion about this post