নিজস্ব প্রতিবেদক
মাদরাসা শিক্ষা বোর্ড আইন-২০২০ এর গেজেট প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ গেজেট প্রকাশ করা হয়েছে। এরআগে গত ১৯ নভেম্বর জাতীয় সংসদে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড বিল পাস হয়।
১৯৭৮ খ্রিষ্টাব্দে অধ্যাদেশ অনুসারে এতোদিন মাদরাসা শিক্ষা বোর্ড চলে আসছিল। উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে সামরিক শাসন আমলে প্রণীত যেসব আইন বা অধ্যাদেশের এখনও প্রয়োজন রয়েছে, সেগুলোকে পরিমার্জন করে বাংলায় রূপান্তরের বাধ্যবাধকতা রয়েছে। অধ্যাদেশটি পরিমার্জন করে বিল আকারে সংসদের উত্থাপন করা হয়েছিল। বিলটি পাস হওয়ার পর মাদরাসা শিক্ষা বোর্ড আইনের গেজেট প্রকাশ করলো শিক্ষা মন্ত্রণালয়।
Discussion about this post