নিউজ ডেস্ক
অল্প সময়ের মধ্যে করোনার নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রামেও শুরু হয়েছে অ্যান্টিজেন পরীক্ষা।
বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবের প্রধান অধ্যাপক ডা. শাকিল আহমদ বুধবার (৬ জানুয়ারি) গণমাধ্যমে বিষয়টি জানিয়েছেন।
‘স্বাস্থ্য অধিদফতর থেকে ১ হাজার কিট দেওয়া হয়েছে। গত সোমবার আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে অ্যান্টিজেন টেস্টের অনুমতি দেওয়া হয় বলেও জানান তিনি। ’
এর আগে গত বছরের ২১ সেপ্টেম্বর স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব বিলকিস বেগম স্বাক্ষরিত এক আদেশে অ্যান্টিজেন টেস্টের অনুমতি দেওয়া হয়।
পরে গত ৫ ডিসেম্বর থেকে করোনাভাইরাস শনাক্তের অ্যান্টিজেন পরীক্ষা দেশের ১০টি জেলায় শুরু হয়।
Discussion about this post