ব্রিটিশ সংবাদ মাধ্যম দি সানডে টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে রিচার্ডসন জানান, নতুন ধরনের করোনার সংক্রমণ রোধে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিদ্যমান টিকার সঙ্গে আরো কিছু সংযোজন এনে নতুন টিকা উৎপাদন করা হবে। ফাইজারের টিকাটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি সহজেই পরিবর্তন করা যায়। প্রাথমিক গবেষণায় করোনার টিকা প্রয়োগের পর ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।
এছাড়া গত মাসে এক সংবাদ সম্মেলনে বায়োএনটেকের সহ-প্রতিষ্ঠাতা উগুর শাহিন জানিয়েছিলেন, ছয় সপ্তাহের মধ্যে নতুন ভাইরাসের জন্য বিদ্যমান টিকাটিতে কিছু সংযোজন আনা হবে।
Discussion about this post